• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

নরসিংদীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত, আহত-৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২৩

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের  ভিটিমরজালের শিমুলতলী এলাকায় এ দূঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো: কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম , তার নাতি আরিয়ান ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, রায়পুরার মরজাল থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই এক শিশুসহ সিএনজিতে থাকা ৩ যাত্রী মারা যায় এবং আহত হয় আরও ৩ জন। দূর্ঘটনার পর পর স্থানীয়রা আহতদের উদ্ধার কওে বিভিন্ন হাসপাতালে পাঠায়।  খবর পেয়ে ভৈবর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বলেন, ঘটনাস্থলে ৩ জন মারা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত নই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads